Saka Haphong
(সাকা হাফং) |
(সাকা হাফং)
Saka Haphong (also Mowdok Taung or Tlang Moy) is a peak in Bangladesh, often considered the highest point of the country, with an elevation of 1,052 metres (3,451 ft). Located on the Bangladesh–Burma border, it is situated between Thanchi, Bandarban, Bangladesh and the Chin State of Burma.
Saka Haphong is not officially the highest peak of Bangladesh, but maps and other data indicate there are no higher peaks within the country. In February 2006 a GPS reading of 1,064 metres was recorded on this summit by English adventurer Ginge Fullen. The location he recorded, 21°47′11″N 92°36′36″E / 21.78639°N 92.61°E, accurately matches the location given by Russian topographic mappingand SRTM data, although these sources show its height to be slightly lower, at 1,052 metres. Recently two trekking clubs counted the height of Saka Haphong as 3,488 and 3,461 feet respectively. Any of these figures would make it the highest mountain in Bangladesh, exceeding the height of Keokradong which is 3,172 feet high.
Route:
Bandarban-Thanchi-Tutong Para-Boarding Para- Sherkor Para-Do
taung Para- Bulung Para- Nayacharan Para- Hanjurai Para- Saka Haphong
Summit.
According to American and Russian topographic maps Zow Tlang is mentioned as Mowdok Mual. As per Bangla Trek, it is the second highest peak of the country; though it is not officially recognized by the government till date. Many accomplished local adventurers describe this as one of the most wildest peak of Bangladesh.
যে ভাবে যাবেন:
বিভিন্ন পরিবহনের বাসে ঢাকা/চট্টগ্রাম 2 সরাসরি বান্দরবানে 2 থানচি, রুমা বাজার ও রেমাক্রি বাজার 2 সাকা হাফং ।
রুমা 2 রুট
বগা লেক 2 কেওক্রাডং 2 থাইক্যাং পাড়া 2 ( নতুন বোম পাড়া হয়ে ) দুলাচরণ পাড়া 2 হান্জরাই পাড়া 2 নিফিউ পাড়া 2 সামিট
বগা লেক 2 কেও 2 থাইক্যাং পাড়া না ঢুকে কবরস্হান থেকে ডানে মোড় নিয়ে তাম্ল পাড়ার নীচ দিয়ে রেমাক্রি খাল 2 নতুন বোম পাড়া খাল ধরে দুলাচরণ পাড়া 2 এরপর নেফি্উ পাড়া 2 সামিট ।
বগা লেক 2 কেও 2 বাকলাই 2 সিম্পাম্পি 2 ( তাজিংডং সামিট বাড়তি) তারপর রেমাক্রি খাল নেমে হান্জরাই – নেফিউ – সামিট ( ঘুরপথ, পানির সমস্যা আছে, তবে তাজিং ডং বোনাস )
রেমাক্রি 2 রুট
নাফা খুম – দুলা পাড়া
– সাজাই পাড়া – নেফিউ পাড়া
সামিট ।
নাফা খুম – জিন্না পাড়া
– অমিয়াখুম – সাতভাই খুম হয়ে
হান্জরাই পাড়া – সামিট
নাফা খুম – জিন্না পাড়া
– অমিয়াখুম – হয়ে সাজাই পাড়া
– সামিট
থাকবেন:
বান্দরবানের পাড়াগুলোতে রাতে থাকার ব্যবস্থা আছে । ক্যাম্পিং করার ইচ্ছে থাকলে তাবু নিয়ে যেতে পারেন ।
অন্যান্য দর্শনীয় স্থানসমূহ
⋆ প্রান্তিক লেক ⋆ মারায়ন ডং ⋆ কংদুক বা যোগী হাফং ⋆ বাকলাই ঝর্ণা ⋆ সাকা হাফং ⋆ কেওক্রাডং ⋆ আন্ধারমানিক ⋆ ডিম পাহাড় ⋆ ডামতুয়া ঝর্ণা ⋆ চিংড়ি ঝর্ণা ⋆ নীলাচল ⋆ নীলগিরি ⋆ মেঘলা পর্যটন কেন্দ্র ⋆ নাফাখুম জলপ্রপাত ⋆ সাইরু হিল রিসোর্ট ⋆ মদক মুয়াল বা জাওত্ল্যাং বা জ ত্লং পর্বত ⋆ আলীকদম গুহা ⋆ রূপমুহুরী ঝর্ণা ⋆ চিম্বুক পাহাড় ⋆ শৈলপ্রপাত ⋆ মিলনছড়ি ⋆ লামা ⋆ লুং ফের ভা সাইতার ঝর্ণা ⋆ পাইন্দু সাইতার/ তিনাপ সাইতার ঝর্না ⋆ ঋজুক ঝর্না ⋆ তিন্দু
দরকারি জিনিস কি নেবেন-
ক্যামেরা, চার্জার, পাওয়ার ব্যাংক, ন্যাশনাল
আইডি কার্ড ইত্যাদি। আবহাওয়ার
অবস্থা সব বুঝে পোশাক
নিন। ব্যাগ যত কম
ভারী হবে ততোই ভাল।
বিনোদন: গান শোনার যন্ত্র,
হেডফোন, ভাল কোন বই
হতে পারে আপনার ভ্রমণ
সংগী। যাতে মনে ভিতরে
একঘেয়ামি না আসে ।
মেডিকেশন:
ভ্রমণে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দ্রব্য বহন করা উচিৎ। পেইন কিলার, অডোমস ইত্যাদি সাথে নিন। গ্যাস্ট্রিক, হজমের সমস্যা, মাথাব্যথা এসব ছোটখাট সমস্যা আপনার ভ্রমণের আনন্দ মাটি করে দিতে পারে। টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু এসব নিত্য প্রয়োজনীয় বস্তু গুছিয়ে নিন।
দরকারি কিছু জিনিস
রেইনকোট বা ছাতা সানগ্লাস পাওয়ার ব্যাংক পরিচয়পত্র/ দরকারি কাগজপত্র অবশ্যই ম্যালেরিয়া প্রতিশেধক খেয়ে যাবেন।
0 Comments